Posts

কি ভাবে YouTube Background Music ব্যবহার করবেন ৩টি সিস্টেমে

Image
প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । আরকথা বাড়াবো না কাজের কথায় আসি । একটা YouTube channel manage করতে হলে অবশ্যই আপনার background music লাগবে তো কি ভাবে YouTube Background Music ব্যবহার করবেন ৩টি সিস্টেমে । প্রথম ওয়ে – Soundcloud এর সাথে আমরা সবাই মুটামুটি পরিচিত তবে Soundcloud থেকে আপনি Background Music ব্যবহার করতে পারেন তবে Credit দিতে হবে। বিঃদ্রঃ – Credit আপনি Music লিংক অথবা Profile লিংক দিতে হবে। ২য় ওয়ে YouTube search – youtube এ যাবেন তারপরে search দিবেন copyright background music তার পরে হাজার হাজার music পাবেন যেকোন টা ব্যবহার করতে পারেন তবে credit দেওয়া লাগবে বিঃদ্রঃ – Credit আপনি Music লিংক অথবা চ্যানেল লিংক দিতে হবে। ৩য় ওয়ে YouTube Studio : Youtube এ যাবেন তারপরে Studio তে যাবেন তারপরে Audio library তে যাবেন হাজার হাজার background music পাবেন যে কোন টা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এই ভাবে আপনি background music ব্যবহার করতে পারবেন। আশা করি বুজতে পারছেন যদি বুজেনা থাকেন  ভিডিও  দেখতে পারেন অথবা  ফেইসবুকে  যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।

নতুন ইউটিউবারদের জন্য সুখবর

Image
  10 দিনে ১০০০+ সাবস্ক্রাইব  Uchannel (sub4sub) apps হ্যাক করে আনলিমিটেড কয়েন ইনকাম করুন ও আপনার Youtube চ্যানেলে ফ্রিতে সাবস্ক্রাইব ও ভিও নিন যতখুশি তত।   কিছু কথা আচ্ছালামুয়ালাইকুম যাদের আজকের এই পোষ্টের উপর আগে থেকেই ধারণা রয়েছে তারা এই পোস্টটিকে ইগনোর করতে পারেন।  সবাই কেমন আছেন.?  আশা করি ভাল…. ট্রিকবিডির মেম্বার সবসময়ই ভালই থাকে।  সর্বপ্রথম আমি একজন মুসলিম আর প্রত্যেক মুসলমান একে অপরের ভাই ভাই, প্রতিটি পোস্ট সময় ব্যয় করে কস্ট করে নিজে হাতে লিখি। তাই পোস্ট এর ভিতরে ছোটখাটো ভুল হতেই পারে, তাই যদি পারেন ছোট ভাই মনে করে নিজগুণে ক্ষমা করে দিবেন। কোন প্রকার ভুল হলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।তাৎক্ষণিকভাবে যদি পারি পোস্ট ঠিক করে আপডেট করে দিব। আর যদি তা না হয়,তাহলে পোস্ট ডিলিট করে দিব। তারপরও কমেন্টে আজে বাজে কিছু লিখবেন না। এবং রিপোর্ট করবেন না। এত কষ্ট করে পোস্ট বানাই অবশ্যই রিপোর্ট বা আজেবাজে কমেন্ট শোনার জন্য নয় … আশা করি যা বুঝাতে চেয়েছি আপনি সেটি বুজতে পেরেছেন।   পোস্টি পুরোটা পড়ার অনুরোধ রইলো। আশা করি ভাল লাগবে। পুরো পোস্ট না পরেই কেও আজেবাজে কমেন্ট করবেন না দয়াকরে। ইউট

(YouTube Vanced New Update)

Image
  আসসালামু আলাইকুম । আশাকরি ট্রিকবিডির সকল লেখক ভিজিটর সকলেই আল্লাহর রহমতে ভালোই আছেন। দীর্ঘ এক বছর এর বেশি সময় ধরে লেখালেখি করি না। ইউটিউব এটি আমাদের নিত্য প্রয়োজনীয় একটা এপ্স। এটি ছাড়া আমাদের আর ভিডিও দেখা হয় না। একটা গানও যদি শুনতে চাই তাহলে যেতে হয় ইউটিউব এর কাছে, কিন্তু ইউটিউবে এত পরিমান এড আমাদের দেখতে হয় একটা ভিডিও দেখতে, যা সকল ইউজার এর ক্ষেত্রে বিরক্তির কারণ, এমনও হয় যে একটি ভিডিও শুরু করার মূহুর্তে ২-৩ টা এড আমাদের দেখতে হয়, এই বিরক্তি থেকে বাচতে হলে আমাদের প্রিমিয়াম ব্যবহার করা দরকার। কিন্তু ইউটিউব প্রিমিয়াম টা আমাদের ক্ষেত্রে অনেকটাই ব্যয়বহুল। বেশি কথা বাড়িয়ে আমি Youtube Vanced দিয়ে দেখিয়ে দিবো কিভাবে YouTube premium এর সুবিধা গ্রহণ করতে পারেন, YouTube Vanced নিয়ে এর আগেও পোস্ট করা আছে কিন্তু বর্তমানে তারা আরো বেশি সুবিধা এবং Official Premium এর চেয়ে কোনো অংশে কম না, ১. প্রথমে আপনাকে YouTube Vanced ওয়েবসাইট থেকে এপ্সটি ডাউনলোড করে নিবেন। Download link ১. এপ্স ডাউনলোড করার পর ইনস্টল করে অপেন করবেন। Note : Xiaomi ইউজারা অবশ্যই ইনস্টল করার পর আপনার Developer অপশনে যাওয়ার পর Tu

Youtube-এর Live ‘সুপার চ্যাট’

Image
  একটু ভিন্ন একটু আলাদা এটাই তো সবাই চায় কিন্তু পায় কজন ৷ তবুও কি পেরেছি একটু আলাদা ভাবে নিতে হয়তোবা না আবার হ্যা ৷ কথা বলে লাভ কি চলুন পড়া যাক পোস্টের আলোচনা গুলো ৷ আলোচনাঃ ইউটিউবের একটি ফিচার নাম ‘সুপার চ্যাট’। এ দেশের অনেকেই হয়তো ‘সুপার চ্যাট’ নামটি শোনেননি । সুপার চ্যাট’ এমন এক ইউটিউবের ফিচার, যার মাধ্যমে সহজেই আয় করা সম্ভব। ফিচারটির সাহায্যে কোনও ইউটিউব লাইভে দর্শকরা অর্থের বিনিময়ে কমেন্ট করতে পারেন। আর দর্শকদের দেওয়া এই অর্থ, যিনি কনটেন্ট ক্রিয়েটর তিনি পাবেন। ইউটিউবের যেকোনও লাইভে দর্শকরা কমেন্ট করেন এবং সেগুলো লাইভে আসা ব্যক্তির নজরে সব সময়ে পরে না। কিন্তু এই ফিচার যাকে সুপার চ্যাট বলা হচ্ছে, এর  মাধ্যমে অর্থের বিনিময়ে কমেন্ট করলে সেটি অন্যদের কমেন্ট থেকে সম্পূর্ণ আলাদা ভাবে নজরে আসবে। ওই কমেন্টের রঙ হবে ভিন্ন এবং সেটি পিন হয়ে থাকবে। ফলে সুপার চ্যাটের মাধ্যমে করা কমেন্ট ওই কনটেন্ট ক্রিয়েটরের  নজরে আসার সম্ভাবনা অনেক বেশি। যাদের বয়স ১৮ বছরের ওপরে শুধু তারাই ইউটিউবের এই ফিচারটি ব্যবহার করতে পারেন। ২০১৭ সালের শুরুর দিকে সুপার চ্যাট চালু হয়। বর্তমানে বিশ্বের অনেক দেশে ফিচারটি চা

প্রোফাইল ফটো ডাউনলোড করুন একদম অরিজিনাল কোয়ালিটিতে

Image
  আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। বরাবরের মতো আবারও হাজির হলাম আরও একটি নতুন টপিক নিয়ে। আজকের টপিকে আমি আপনাদের দেখাব  কীভাবে যেকোন ইউটিউব চ্যানেলের প্রোফাইল ফটো ডাউনলোড করবেন, তাও আবার একদম অরিজিনাল কোয়ালিটিতে(মানে ঐ চ্যানেলের প্রতিষ্ঠাতা যেই ইমেজটি প্রোফাইল ফটো হিসেবে আপলোড করেছে ঠিক ইমেজটি ই ডাউনলোড করতে পারবেন এবং অবশ্যই .png ফরমেটে।) আর এই কাজটি মোবাইল পিসি দুটো দিয়েই সম্ভব। তো প্রথমেই দেখে নেই মোবাইল দিয়ে কিভাবে করবেন। মোবাইলঃ শুরুতেই যেকোন একটি ব্রাউজার[Google Chrome রিকমেন্ডেড থাকল] দিয়ে কাঙ্ক্ষিত ইউটিউব চ্যানেলটিতে প্রবেশ করুন। যেমন, আমি  Trickbd.com  এর  অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে  প্রবেশ করলাম। এবার চ্যানেলের প্রোফাইল ফটোতে কিছুক্ষন চাপ দিয়ে দরে রাখুন। এবার  Open image in new tab  এ ক্লিক করুন। ব্রাউজারের এড্রেস বারে ক্লিক করুন। এবার লিংটি থেকে  =  থেকে শুরু করে  rj  পর্যন্ত জায়গাটি কেটে এন্টার/গো চাপুন। তাহলেই আপনি আপনার কাঙ্ক্ষিত ইউটিউব চ্যানেলের প্রোফাইল ফটোটি অরিজিনাল কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবেন।

ফ্রিতেই 1000 views বা 50 Subscriber

Image
আমরা অনেক নতুন Youtuber আছি Subscribe/View কম থাকার কারণে একটু হলেও খারাপ লাগে। তাই আজকে একটা Tricks দেখাব যেখানে Simply  50 Subscriber  অথবা  1000 Views  অথবা  50 Likes  পাবেন ফ্রিতেই। ➤তবে অফারটা একবারই উপভোগ করতে পারবেন এবং যেকোন একটা Choose করতে  পারবেন subscribe/view/like।   প্রথমে qqtube [ https://www.qqtube.com/en/ ] এ প্রবেশ করুন Gmail দিয়ে Sign Up করে নিন এবার Free service এ Click করুন     শুরুতেই 3টা option পাবেন 1000view // 50 likes // 50 subscribe [Click করার প্রয়োজন নেই] নিচে Scroll করে দেখেন 4টা option রয়েছে। Verify email subscribe their mail service Follow them on Twitter Add Your Submission এ video link add করুন যদি views/like নিতে চান আথবা Channel link দিবেন যদি 50 Subscriber নিতে চান। Link দেয়ার আগে উপরে Select করবেন কোনটা আপনি চাচ্ছেন (1000views or 50 likes or 50 subscriber)   ব্যাস 24 ঘন্টা অপেক্ষা করুন Subscriber/views/like Add হয়ে যাবে Don’t Worry Proof- ➠আমার পূর্বে 64 Subscriber ছিল, 24h পর 50 Add হয়ে 114 হইছে 26 তারিখে। আমি এই Tricks 25 তারিখ apply করি নিজের উপ